Search

Loading

Monday, April 28, 2014

পশ্চিম বঙ্গে বিজেপি এবং নরেন্দ্র মোদির হাওয়া

পশ্চিম বঙ্গে বিজেপি এবং নরেন্দ্র মোদির হাওয়া



পশ্চিম বঙ্গ এখান মোদিময়। আমি যেখানেই গিয়েছি লোকে বলছে এইবার বিজেপি কে ভোট  দেব. সব জায়গায় মদির হাওয়া। কিছু জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু অনেক জায়গায় ভোট বাকি। কালকে নরেন্দ্র মোদী এলেন শ্রীরামপুরে। বাপ্পি লাহিডি এবং চন্দন মিত্রের পক্ষে প্রচার করে গেলেন। এই দুই সিট্ ছাড়া ৩০ এপ্রিল আসানসোল, হাওড়া  ইত্যাদি জায়গায় ভোট হবে.

মোদী প্রশ্না তুললেন বাংলাদেশী প্রবাসীদের। তারা বেআইনি ভাবে এসে বসবাস করছে এবং পশ্চিম বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য সন্সাধানের অপার জোর করে কব্জা করছে। আগে বাম ফ্রন্টের সরকার তাদের সাহায্য করতো এখন তৃনমূল কংগ্রেস করে. তাদের সাহায্যে ওরা মাথা তুলেছে। তিনি আরও বললেন যে কি ভাবে মমতা দিদির একটা পেন্টিং ১ কোটি আসি লাখ টাকায় বিক্রি হয়? এর মধ্যে কি দুর্নীতি আছে?  নরেন্দ্র মোদী বললেন বিজেপি সারদা চিট ফান্ডের কেসের অভিযুক্ত দের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং যাদের টাকা জামা আছে তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।

পশ্চিম বঙ্গে অন্য জায়গায় নির্বাচন হবে ৭ মে এবং ১২ মে. কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসাত, দমদম , ব্যারাকপুর ইত্যাদি জায়গায় ১২ মে তে ভোট হবে এবং এইসব জায়গায় বিজেপির জিতবার সম্ভাবনা প্রবল। তাই ক্ষেপে উঠেছে অন্য দল. তৃনমূলের দেড়েক তো মোদী কে গুজরাটের কসাই পার্জ্যান্ট বলে দিলেন।  এইরকম ভাষার প্রয়োগ কি সন্সাদিয়া গনতন্ত্রে উচিত?

বিকাস এবং সুশাসন ই নির্বাচনের এজেন্ডা: নরেন্দ্র মোদী


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট


বিজেপির রাজত্বে ৬ কোটি কংগ্রেসের রাজত্বে মাত্র ২৬ লক্ষ চাকরি


শিক্ষিত বেকার যুবক চাকরি পাবে জয়পুরে


লোকসভা নির্বাচনে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে বিজেপি


বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে


মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে


বেকার যুবকের চাকরি চাই


য়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা


তবে যতই করুক এইবার বাংলার লোক ভোট দেবে বিজেপি এবং মোদী কে।  পশ্চিম বাং থেকে এইবার বিজেপি সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করবে।
Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

No comments: