Search

Loading

Sunday, May 4, 2014

বাংলার উন্নয়ন, শিক্ষা, শান্তি এবং সমৃদ্ধির জন্য চাই বিজেপি

এই বার নরেন্দ্র মোদী  সরকার 

পদ্ম ফুলে ছাপ দিন বিজেপি কে ভোট দিন 

বাংলার উন্নয়ন, শিক্ষা, শান্তি এবং সমৃদ্ধির  জন্য চাই বিজেপি

পশ্চিম বঙ্গের লোক কি চায়? শিক্ষা, স্বাস্থ্য, শিল্পোন্নযন যার  মাধ্যমে আসবে সমৃদ্ধি। অশিক্ষিত শিক্ষা পাক আর শিক্ষিত যুবক-যুবতীরা চাকরি এই হচ্ছে বাঙালির ইচ্ছা।  শিল্পোন্নযন না হলে চাকরি  কোথায় থেকে হবে? গত ৪০ বছরে পশ্চিম বঙ্গ শিল্পে ক্রমাগত পিছিয়ে গিয়েছে। উনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা ছিল ভারতে শিল্পে ১ নম্বর। হুগলি নদীর দুই পাশে ১১২ টি বিশাল চটকল কলকাতা এবং বাংলার শিল্প গৌরবের কাহিনী বলতো। তাছাড়া চিত্তরন্জনের রেল ইঞ্জিন কারখানা, টিটাগঢের কাগজের কল, মার্টিন বার্ন, হিন্দমোটর। .. কত কিছু। ......কিন্তু ধীরে ধীরে সব বন্ধ হতে লাগলো। বাম  ফ্রন্টের আমলে ধর্মঘটের ধাক্কায় অনেক কিছুই বন্ধ হলো, শিল্পের পলায়ন শুরু হয়েছিল সত্তরের দশক থেকেই। এখান শিল্পে

মানুষের বেশ আশা ছিল তৃনমূল থেকে এবং তাই মমতা দি জিতলেন ২০১১ বিধানসভা নির্বাচন। কিন্তু তার নীতি তো শিল্পের প্রতি আর ও প্রতিগামী। তার রাজনৈতিক জয়যাত্রা শুরু হয় সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকে। ন্যানো (টাটা) কে তাডিয়ে দেওয়া হলো. টাটা শিল্প ক্ষেত্রে ভারতে সবচেয়ে বড নাম তাকে তাডিয়ে দেওয়ায় শিল্প জগতে একটা নেগেটিব সন্দেশ গেল. বন্ধ হলো নতুন শিল্পের আগমন। সেই জের তা এখান ও চলছে। কল কারখানার মালিকেরা যেতে চান গুজরাট কিম্বা রাজস্থান অথবা ছত্তিশগড্। এই সব স্থানেই বিজেপির রজত্ব।

মমতা দিদি বলেন মা মাটি মানুষ। .. কিন্তু যদি রোজগার না থাকে, না থাকে শিল্প তাহলে মানুষ ই তো মাটি হয়ে যাবে। মা তখন কি করবেন।.. সন্তানের জন্য কান্না ছাড়া তার কাছে কিছু থাকবে না।  পশ্চিম বঙ্গ বিবেকানন্দ, সুভাষ চন্দ্রের ভূমি। . এই মাটির ছেলে রবীন্দ্রনাথ ধুলামন্দির কবিতা লিখে শ্রমের জয়গান করে গেলেন কিন্তু এখান সেই বাংলা আর বাঙালির কি অবস্থা ?

বাংলার গৌরব পুনর্স্থাপিত করতে চাই সুযোগ্য নেতৃত্ব যে স্বপ্ন দেখতে পারে এবং সে স্বপ্ন কে বাস্তবায়িত করতে পারে। নরেন্দ্র মোদির  মধ্যে সেই ক্ষমতার পরিচয় পাওয়া গিয়েছে। তাই তো আজ গুজরাট মডেলের এত চর্চা। এশিয়ার বৃহত্তম সোলার প্লান্ট লাগিয়ে মোদী দেখিয়েছেন তার ক্ষমতা। পশ্চিম বাং থেকে বিতাদিত ন্যানোর আশ্রয় গুজরাট আর গুজরাতে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহ, প্রত্যেক টা গ্রামে গঞ্জে।

 বাংলার সন্তান ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা প্রতিষ্ঠিত দল ভারতীয় জনতা পার্টি মোদী কে প্রধান মন্ত্রী রূপে চয়ন করে সার্থক কাজ করেছে। এই লোকসভা নির্বাচনে বিজেপি কে পদ্মফুলে বোতাম টিপে ভোট দিন এবং নরেন্দ্র মোদির প্রধান মন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করুন।  একটা কথা নিজের ভালোর জন্য, নিজের এবং সন্তানের ভবিষ্যতের জন্য বিজেপি কে ভোট দিন.

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট




Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

No comments: