প্রাক্তন কেন্দ্রিয মন্ত্রী তপন সিকদার |
অত্যন্ত দুঃখের অঙ্গে জানাতে হচ্ছে যে বাংলার বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রিয মন্ত্রী শ্রী তপন সিকদার প্রয়াত। দীর্ঘ অসুস্থাবাস্থার পর তিনি দিল্লির AIIMS হাসপাতালে ২ জুন সকালে দেহত্যাগ করলেন। পশ্চিম বঙ্গে বিজেপি কে প্রতিষ্ঠিত করতে তার যোগদান অতুলনীয়। তিনি ছিলেন বাংলার অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা। পশ্চিম বঙ্গে বিজেপির সংগঠন গড়ে তুলতে তার অবদান অতুলনীয়।
১৯৯৯ সালে তিনি প্রথম বার দমদম লোকসভা নির্বাচন কেন্দ্র থেক্র নির্বাচিত হন এবং অটল বিহারী বাজপেয়ীর কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে স্থান পান. ভারতের দূরসঞ্চার মন্ত্রী হিসেবে (১৯৯৯- ২০০৪) তিনি দেশের যথেষ্ট সেবা করেছেন। তপন সিকদার দুই বার লোকসভা থেকে জয়ী হয়েছিলেন।
লোকসভা নির্বাচন ২০১৪ তে ও তিনি ছিলেন বিজেপি প্রত্যাশী যদি ও এইবার তিনি জিততে পারেন নি. অসুস্থ অবস্থা সত্বে ও তিনি এই নির্বাচনে যথেষ্ট পরিশ্রম করেছিলেন। তার কিডনি খারাপ হয়ে গিয়েছিল এবং সপ্তাহে দুই বার ডায়ালিসিস করতে হত. শরীর বেশি খারাপ হওয়ার জন্য তাকে AIIMS দিল্লি নিয়ে যাওয়া হয় যেখানে তিনি দেহত্যাগ করলেন।
দিল্লি বিজেপি দফতরে রাষ্ট্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ তার পার্থিব দেহে মাল্যদান করে শক ব্যক্ত করলেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্বীট করে তার প্রতি সম্মান জানালেন। আজ রাত্রে তার পার্থিব সারির কে কোলকাতা আনা হলো এবং কাল সকালে (৩ জুন, ২০১৪) অন্তিম দর্শনের জন্য রাখা হবে. তারপরে তার অন্ত্যেষ্টি করা হবে.
নরেন্দ্র মোদী বিচার মঞ্চ তার অকাল প্রয়াণের জন্য শোক সন্তপ্ত এবং তার প্রতি শ্রদ্ধা ব্যক্ত করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা যে তার আত্মা শান্তিলাভ করুক।
জ্যোতি কোঠারী,
প্রভারী, পশ্চিম বঙ্গ,
নরেন্দ্র মোদী বিচার মঞ্চ