Search

Loading

Friday, May 16, 2014

পশ্চিম বঙ্গে এই নির্বাচনে বিজেপির ভোট শেয়ার তিন গুন হলো



পশ্চিম বঙ্গে এই লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শেয়ার তিন গুন হলো।  পশ্চিম বঙ্গে বিজেপির অস্তিত্ব ছিলো নগন্য এবং বাংলায় ভোটের শতকরা মাত্র ৬. কিন্তু এই নির্বাচনে নরেন্দ্র মোদির হওয়া এবং সংগঠন এর জন্য ভোট শেয়ার বেড়ে হলো ১৮ পার্সেন্ট।  যদি ও বাংলায় বিজেপি বেশি সিট্ পায় নি শুধু এস এস আহলুওয়ালিয়া দার্জিলিং থেকে এবং জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয় আসানসোল থেকে জয়লাভ করেছেন।  বিজেপি দার্জিলিং সিট্ টা বজায় রেখেছে এবং আসানসোল আসন নতুন প্রাপ্ত করেছে।

আমাদের আশা ছিল অন্তত পক্ষে পাঁচ সিট্ কিন্তু ব্যাপক রিগিং এর জন্য সেটা সম্ভব হয় নি ভারতীয় জনতা পার্টি পেল ২ টা সিট্। কোলকাতা উত্তর এবং দক্ষিণ দুই স্থানেই দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হলো. অন্য কয়েক স্থানে ও বিজেপি দ্বিতীয় স্থান প্রাপ্ত করতে পেরেছে। বামদল ও ২ টি আসনে সীমিত হয়ে গেল. কংগ্রেস অন্য রাজ্যে খুব খারাপ করলে ও বাংলায় তারা ৪ সিট  পেয়েছে যদি ও ভোট শেয়ার বিজেপির অর্ধেক মাত্র ৯ পার্সেন্ট।

গোটা ভারতে কিন্তু বিজেপি দারুন করেছে। ইতিহাসে প্রথম বার বিজেপি একাই ২৮৪ নিয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে। নদ জোট ৩৩৫. নরেন্দ্র মোদী এইবার হবেন ভারতের প্রধান মন্ত্রী তিনি আজকে বললেন যে এখান কোনো দল নয় দল মত নির্বিশেষে সমগ্র দেশের জন্য তিনি কাজ করবেন।

মমতা দিদির তৃনমূল কংগ্রেস পশ্চিম বঙ্গে ৩৪ আসনে জয়লাভ করেছে তাকে ও জানায় অভিনন্দন এবং আশা করি বাংলার উন্নতির জন্য তিনি কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগ করে চলবেন।

জ্যোতি কোঠারী,
প্রভারী, পশ্চিম বঙ্গ,
নরেন্দ্র মোদী বিচার মঞ্চ

Narendra Modi triumphed over Congress in Loksabha election 2014

এখন বিজেপি কে পশ্চিম বঙ্গে সংগঠনের কাজ করতে হবে



allvoices

Thursday, May 15, 2014

Loksabha election results India 2014: BJP moving towards clear majority




BJP is moving towards clear majority in Loksabha election results India 2014 as per present trend. NDA has already crossed three hundred mark and BJP individually is ahead in more than 265 seats. Itis worth noted that a party or an alliance need 272 seats in 543 seats Loksabha to form government with clear majority. 

We have close eyes on the trends from the early morning today and graphs of BJP and NDA are upwards continually whereas graphs of Congress and other parties show downwards trend but TMC and AIDMK. 

Analyzing the present trend we assume that BJP individually will get absolute majority in the Loksabha securing 272+ seats. If we look statewise BJP is winning all seven seats in Delhi and all 26 in Gujrat. It is winning all five seats in Uttarakhand and all two in Goa. BJP is proceeding towards winning all 25 seats in Rajasthan. However, Congress and others may win one or two seats here.

BJP led NDA has come out as biggest gainers and Congress and JDU as the biggest losers. BJP is doing extremely well in Uttar Pradesh, Bihar and  Jharkhand. Biggest surprise is coming from Assam where BJP has come out as biggest party leading 8 seats out of 14. BJP will do much better in West Bengal and Tamilnadu too where its presence is negligible. 

Narendra Modi has won Baroda seat and is ahead in Varanasi. Rahul Gandhi has recovered and is now ahead of Smriti Irani, BJP. Kumar Bishwas, AAP has gone to number 4. Ajeet Singh has lost his seat from Bagpat and senior Congress leaders likes of Salman Khursheed, Beniprasad Burma, Kapil Sibbal, Jayprakash Agrawal, Captain Amrinder Singh are loosing their seats according to present trend. Mulayam Singh Yadav is trailing in Ajamgarh seat and Rabdi Devi is trailing behind in Bihar. 

It is obvious that India has voted for BJP and Narendra Modi and he will be Prime Minister of India. BJp has been securing highest ever seats in Loksabha and Congress is marginalized. Congress party will be securing lowest ever seats in history of Loksabha elections.


Thanks,
Jyoti Kothari
(Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Rahul Gandhi trailing behind: Loksabha election results India 2014


Rahul Gandhi himself is trailing behind from his traditional seat Amethi in Uttar Pradesh. Smriti Irani of BJP is ahead of Rahul Gandhi  as per initial trend coming in Loksabha election results India 2014. This is a blow to Congress party.Theresults are on expected lines and BJP led NDA is ahead in more than 200 seats whereas Congress led UPA is in less than 100 seats. Others are bagging more than hundred seats. We have got trends of about 425 seats and about one hundred trends are about to come out.

Most of the prominent leaders of BJP and NDA including Narendra Modi are ahead in their respective seats whereas mosy of the Congress leaders but Sonia gandhi are trailing behind. AAP is doing well in Punjab and ahead in 4 seats there. Modi id ahead by 42 thousands votes in Baroda and also ahead in Varanasi.

BJP is ahead in 5 seats in West Bengal but JDU has been getting no seat in Bihar so far. Both TMC and Left are doing well along with AIDMK and TRS. However, SP and BSP are losing their grounds.

Thetrends are on the line of prepoll and exit poll surveys. It seems that NDA are moving towards absolute majority and Congress will shrink to two digits. This clearly shows a trend of Narendra Modi wave all over India.

First time in India



Thanks,
Jyoti Kothari
 (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Election results India: Loksabha 2014


Countdown started for Loksabha election results 2014, India. Few hours left of starting vote counting. Indian voters voted with enthusiasm for more than a month. People of India have voted to choose 543 Members of Parliament (MP). These MPs will represent people of their respective constituencies.

Two major National parties BJP and Indian National Congress were contesting this election with their allies. Congress led UPA has been ruling India since last ten years whereas BJP led NDA being the main opposition party. BJP has declared Narendra Bhai Modi, CM, Gujrat, their Prime Ministerial candidate where as Congress had not named any one. However, everybody knows that Rahul Gandhi is the Prime Ministerial candidate for Congress and UPA.

Several other National and regional parties are contesting this election . CPIM led left front and BSP are the main National parties and SP, JDU, RJD, BJD, AGP, AIADMK, DMK, TRS, YSR, JDS, NCP, Shiv Sena, Shiromani Akali Dal, TMC and National Conference are among major regional parties. Some of these parties are allied with Congress to form UPA and some with BJP to form NDA. Several other parties formed the third front and some are contesting independently without any alliance. AAP is a new party contesting almost all seats in India.

There is Modimenia in all over India. There is a strong wave in favor of BJP and Narendra Modi according to various pre-poll and post poll surveys. People of India, at large, has been rejecting congress led UPA, the ruling parties.

BJP is confident of forming new government in the leadership of Narendra Modi as Prime Minister of India. The party have already started thinking process of forming government. However, result has yet to come. The election commission of India is all set to count votes in all 543 parliamentary constituencies and counting will be started at 8 AM, May 16, 2014. We assume that trend will be clear by the afternoon and final result will be out by today evening.

We will be updating Loksabha election results from time to time.

First time in India


Thanks,
Jyoti Kothari
(Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Wednesday, May 14, 2014

এখন বিজেপি কে পশ্চিম বঙ্গে সংগঠনের কাজ করতে হবে




পশ্চিম বঙ্গে নরেন্দ্র মোদির পক্ষে প্রচন্ড হাওয়া বইছে। এই লোকসভা নির্বাচনে বিজেপি আমাদের সোনার বাংলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে।  আমাদের অনুমান যে এই বার অন্তত পক্ষে ২০% ভোট শেয়ার হবে এবং অন্তত পক্ষে ৫ টা সিটে জয়লাভ করবে। এইটা নিশ্চয় ই আনন্দের সময় কিন্তু এই সময়টা কে কাজে লাগাতে হবে. এখন বিজেপি কে সংগঠনের কাজ করতে হবে.

পশ্চিম বঙ্গে ভারতীয় জনতা পার্টির অবস্থা কখনো খুব ভালো ছিল না. রাজ্যে মাত্র দুইবার লোকসভায় একটা করে সিট্ পেয়েছিল একবার দমদমে তপন সিকদার (১৯৯৯) এবং একবার দার্জিলিঙে জসওয়ান্ত সিংহ (২০০৯). বিধান সভায় কখনো কোনো আসন বিজেপি পায় নি।  কলকাতা পৌরসভায় বিজেপির মাত্র ৩ টি সিট্!

এই বার প্রথম বার বিজেপি একা লড়ে রাজ্যে একটা গুরুত্বপূর্ন স্থান নিতে যাচ্ছে।  এই রেসাল্টের  মুখ্য শ্রেয় যায় নরেন্দ্র মোদি, তার পরিকল্পনা এবং তার ব্যক্তিত্ব কে।  এই সময় গোটা ভারত মোদির নামে, তার জয়গানে ব্যস্ত। এই সময়টা সংগঠন গড়ার পক্ষে সবচেয়ে উপযুক্ত। যদি বিজেপি রাজ্যে নিজের অবস্থা বজায় রাখতে এবং তার মধ্যে বৃদ্ধি করতে চায় এবং আগামী ২০১৬ বিধানসভা নির্বাচনে ভালো ফল লাভ করতে চায় তাহলে এখন থেকেই কাজ করতে হবে.

বামফ্রন্টের দীর্ঘ কুশাসন থেকে সন্ত্রস্ত এবং হতাশ বাংলার মানুষ কে তৃনমূল কংগ্রেস সঠিক বিকল্প দিতে পারে নি তাই আজ পশ্চিম বঙ্গের মানুষ ডা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি বিজেপি কে চাইছে।  হাতে এখান যথেস্ট সময় আছে এবং এখান থেকেই কোমর কষে লাগতে হবে. সমস্ত আলস্য এবং দ্বিধা ত্যাগ করে পার্টি কে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এই সব কাজে সংগঠন ই হলো মূলমন্ত্র।

পশ্চিম বঙ্গে বিজেপির নেতৃত্ব রাহুল সিনহা এবং অমলেন্দু দার মতো সুযোগ্য লোকের হাতে তারা নিশ্চয় ই ভারতীয় জনতা পার্টি কে ২০১৬ র জন্য তৈরি করতে পারবেন এটা আমার দৃঢ বিশ্বাস।

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


allvoices

First time in India




First time in India

India has voted to elect its new government during last one month. It was unique in many senses. Several things will be happening first time in the history of India. 

1. Narendra Modi will become a Member of Parliament (MP, Loksabha). 
2. He will be the Prime Minister of India for the first time. 
3. BJP led NDA will get clear and absolute majority in Loksabha and form a strong government for the first time. 
4. BJP will secure record number of seats and obtain highest ever seats in Loksabha. 
5. BJP will win seat in Tamilnadu first time. 
6. BJP will secure highest number of seats in West Bengal. 
7. Both BJP and NDA will secure highest ever vote percentage in India. 
8. BJP will win highest ever Loksabha seats in Rajasthan, Gujrat, Madhya Pradesh, Chhattisgarh, Bihar, Maharashtra, Assam and Jharkhand. 
9 Indian National Congress will shrink to double digit first time in India. 
10. Talisman of Nehru- Gandhi family will not be working in India first time after 1977. 
11. India has already voted with highest ever percentage (Above 68%). First time it has crossed 65% mark. 

India is moving with Modi wave whether people accept or deny. All pre-poll and exit poll surveys are of the same opinion. Most of the opinion/ exit polls are predicting 230 to 260 seats for BJP and 260 to 300 seats for NDA. However, I personally feel that the Narendra Modi wave will break all the records and BJP led NDA will get much more Loksabha seats than predicted. This happened several times in India. BJP has got 163 seats in Rajasthan assembly election, 2013 whwere none has predicted more than 125. We have seen similar wave against Lalu Prasad Yadav led RJD when charisma of Nitish Kumar and BJP marginalized RJD. There are several other cases when such incidents happened. 

I will not be surprized if NDA will get more than 340 Loksabha seats as predicted by an exit poll.  Let us wait for 36 hours to get this predictions true. The result will be declared on May 16, 2014.  

Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Friday, May 9, 2014

রাজস্থান থেকে এসে বিজেপির প্রচার করলেন মন্ত্রীরা



গত দশ দিন ধরে রাজস্থান থেকে এসে বিজেপির প্রচার করলছেন মন্ত্রীরা। রাজস্থানের শিক্ষা মন্ত্রী কালিচরন সর্রাফ এবং যোধপুর, সিকর, রতন গড্, ফুলের, সরদারশহর, ধোদ ইত্যাদি বিভিন্ন স্থানের বিধায়েকেরা এসে কলকাতা এবং আশেপাশে বিজেপ প্রার্থী দের পক্ষে প্রচার করলেন।

সর্রাফ এবং কয়েক যান বিধায়েকেরা রাজস্থান ফিরে গিয়েছেন এবং এখন এসেছেন রাজস্থান সংখ্যা লঘু কমিশনের সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী ইউনুস খান. তিনি আজকে অনেক স্থানে ঘুরে কলকাতা উত্তর পূর্বের প্রত্যাশী রাহুল সিনহার পক্ষে প্রচার করলেন। আজকে বিকেল ৫ তার সময় কৃষ্ণা সিনেমার সামনে তিনি প্রকাশ্যে জনসভা করবেন। প্রাক্তন কেন্দ্রিয মন্ত্রী সাহ্ নবাজ খান এই জনসভার মুখ্য বক্তা হবেন। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাহুল সিনহা ও এই সভায় উপস্থিত থাকবেন।

 ভারতীয় জনতা পার্টি একটা সর্ব ভারতীয় দল কোনো প্রাদেশিক দল নয়. সেই জন্য রাজস্থান ছাড়া বিহার, ঝারখন্ড, উডীসা ইত্যাদি বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক কর্মীরা এসে বিজেপি প্রাত্যাসী দের পক্ষে প্রচার করছেন। আসানসোলে নির্বাচন শেষ করে ওই খানের প্রাত্যাসী বাবুল সুপ্রিয় যোগ করেছেন কোলকাতায়। কলকাতা উত্তর পূর্বে আজ তার রোড শো. বাপ্পি লাহীডি ও তিন দিন ধরে ক্রমাগত রূপে প্রচার চালিয়ে যাচ্ছেন। শত্রুঘ্ন সিনহা, রবি শংকর প্রাসাদ ইত্যাদি কেন্দ্রীয় সারির নেতারা ও পশ্চিম বঙ্গ ঘুরে গেলেন।

এই সবের উপরে নরেন্দ্র মোদির নিজের সভা গুলো। বিরাট জনসভায় তার বক্তব্য বাংলার মানুষকে উদ্বেলিত করে তুলেছে। লোকের চোখ খুলে গিয়েছে তাই দিদি এখান উল্টোপাল্টা বলছেন। কাল টিটাগড়ে তিনি মোদিকে প্রায় গালাগাল করে ফেলেন। নরেন্দ্র মোদী শুধু বিজেপির প্রধান মন্ত্রী পদ প্রার্থী নন তিনি একটা রাজ্যের মুখ্য মন্ত্রী ও. তার একটা মর্যাদা আছে. দিদি নিজে মুখ্য মন্ত্রী হয়ে ও সেই মর্যাদা টা রাখলেন না. বাংলার সংস্কৃতির দিক দিয়ে দেখলে এইটা লজ্জাকর ব্যাপার।

আমরা আশা করি আমাদের দিদি মমতা ব্যানার্জী আগে এইরকম মর্যাদাহীন কথা বলে পশ্চিম বঙ্গের লোকেদের লজ্জায় ফেলবেন না. এক যান মুখ্য মন্ত্রী থেকে আমরা একটু সংযত ব্যবহার আশা করি.  

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট






allvoices

Thursday, May 8, 2014

নরেন্দ্র মোদির আগে নিরুপায় মমতা দিদি





নরেন্দ্র মোদির আগে নিরুপায় মমতা দিদি। কাল কে নরেন্দ্র মোদী পশ্চিম বঙ্গে তিন জায়গায় জনসভা করে গেলেন মাত্র ৫ ঘন্টার মধ্যে। প্রত্যেক টি সভায় এত ভীড় যে মাথা গোনা যায় না. তিনি সর্বপ্রথম ৩.৩০ দুপুরে কৃষ্ণনগরে সভা করলেন। ভার দুপুরে অন্তত পক্ষে ৬০ হাজার থেকে সাত্তার হাজার লোক মোদী কে শুনতে আসে. সেইখান থেকে তিনি এলেন বারাসাতে  ৪০ হাজার মানুষ তার অপেক্ষায় বসে ছিল. বন্গাঁ, বসিরহাট এবং ব্যারাকপুরের প্রার্থীরা ও বারাসাতের প্রার্থী পি সি সরকার এর সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যে তারা স্থানীয় সমস্যা গুলো তুলে ধরলেন লোকের সামনে।

পি সি সরকারের বাঙাল ভাষায় বক্তব্য কে লোকে দারুন ভাবে এনজয় করলো আর কে ডি বক্তব্যের সময় স্লোগান দিল দিল্লিতে মোদী বন্ গাঁয় কে ডি. শ্রমিক ভট্টাচার্য খুব তথ্যপরক ভাষণ দিলেন। প্রাক্তন আই পি এস হান্ডা সাহেব দুর্ঘটনা গ্রস্ত হওয়া সত্যে ও এসেছিলেন এবং বক্তৃতা দিলেন। উপস্থিত জানারান্যা সবাই কে শুনছিল কিন্তু অপেক্ষা করছিল কবে মোদী আসবেন।

মোদী তার বক্তব্যে বললেন যে বাংলায় পরিবর্তনের জন্য মানুষ তৃনমূল কে ভোট দিয়েছিল কিন্তু বাংলায় কোনো পরিবর্তন হয় নি, শুধু দিদি পরিবর্তিত হয়ে গিয়েছেন। তার মধ্যে এখান ক্ষমতার নেশা হয়েছে। যে বাংলাদেশী অনুপ্রবেশকারী দের বিরুদ্ধে দিদি সংসদে মুখর হয়েছিলেন এখন তাদের ই পক্ষ নিচ্ছেন। মোদী বললেন যে তিনি উদ্বাস্তু দের বিপক্ষে নন তাদের ভারতের প্রত্যেক জায়গায় স্থান দিতে চান কিন্তি অনুপ্রবেশকারীদের ভারত এবং বিজেপি সহ্য করবে না. তিনি বিশেষ করে স্থানীয় মটুয়া সমাজের সমস্যা তুলে ধরলেন এবং বললেন যে বিজেপি ক্ষমতায় এলে
মটুয়া সমাজ কে ভারতের নাগরিকতা প্রদান করা হবে এবং তাদের যোগ্য সম্মান দেওয়া হবে.

এর পারে মোদী কাঁকুডগাছি তে ও রাজ্য সভাপতি এবং উত্তর কোলকাতা থেকে বিজেপি প্রার্থী রাহুল সিনহার পক্ষে প্রচার করলেন এইখানে তিনি বিশেষ ভাবে বললেন যে যুব শক্তির পাঁচ বছর অত্যন্ত মূল্যবান। তাই তারা যেন বিচক্ষণতার সঙ্গে ভোট দেন. মোদী আরও বললেন যে বিপক্ষের মুখে শুধু একটি কথা মোদী হটাও কেউ বলছে না যে মূল্যবৃদ্ধি, বেকারী, দুর্নীতি হটাও।

আমরা এখান বুঝতে পারছি যে পশ্চিম বঙ্গে বিজেপি এইবার পরিবর্তন আনবে। এখন দিদি ফেল মোদী পাস. পশ্চিম বঙ্গে সর্বশ্রেষ্ঠ রেজাল্টের পথে বিজেপি।

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট




Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Sunday, May 4, 2014

বাংলার উন্নয়ন, শিক্ষা, শান্তি এবং সমৃদ্ধির জন্য চাই বিজেপি

এই বার নরেন্দ্র মোদী  সরকার 

পদ্ম ফুলে ছাপ দিন বিজেপি কে ভোট দিন 

বাংলার উন্নয়ন, শিক্ষা, শান্তি এবং সমৃদ্ধির  জন্য চাই বিজেপি

পশ্চিম বঙ্গের লোক কি চায়? শিক্ষা, স্বাস্থ্য, শিল্পোন্নযন যার  মাধ্যমে আসবে সমৃদ্ধি। অশিক্ষিত শিক্ষা পাক আর শিক্ষিত যুবক-যুবতীরা চাকরি এই হচ্ছে বাঙালির ইচ্ছা।  শিল্পোন্নযন না হলে চাকরি  কোথায় থেকে হবে? গত ৪০ বছরে পশ্চিম বঙ্গ শিল্পে ক্রমাগত পিছিয়ে গিয়েছে। উনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা ছিল ভারতে শিল্পে ১ নম্বর। হুগলি নদীর দুই পাশে ১১২ টি বিশাল চটকল কলকাতা এবং বাংলার শিল্প গৌরবের কাহিনী বলতো। তাছাড়া চিত্তরন্জনের রেল ইঞ্জিন কারখানা, টিটাগঢের কাগজের কল, মার্টিন বার্ন, হিন্দমোটর। .. কত কিছু। ......কিন্তু ধীরে ধীরে সব বন্ধ হতে লাগলো। বাম  ফ্রন্টের আমলে ধর্মঘটের ধাক্কায় অনেক কিছুই বন্ধ হলো, শিল্পের পলায়ন শুরু হয়েছিল সত্তরের দশক থেকেই। এখান শিল্পে

মানুষের বেশ আশা ছিল তৃনমূল থেকে এবং তাই মমতা দি জিতলেন ২০১১ বিধানসভা নির্বাচন। কিন্তু তার নীতি তো শিল্পের প্রতি আর ও প্রতিগামী। তার রাজনৈতিক জয়যাত্রা শুরু হয় সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকে। ন্যানো (টাটা) কে তাডিয়ে দেওয়া হলো. টাটা শিল্প ক্ষেত্রে ভারতে সবচেয়ে বড নাম তাকে তাডিয়ে দেওয়ায় শিল্প জগতে একটা নেগেটিব সন্দেশ গেল. বন্ধ হলো নতুন শিল্পের আগমন। সেই জের তা এখান ও চলছে। কল কারখানার মালিকেরা যেতে চান গুজরাট কিম্বা রাজস্থান অথবা ছত্তিশগড্। এই সব স্থানেই বিজেপির রজত্ব।

মমতা দিদি বলেন মা মাটি মানুষ। .. কিন্তু যদি রোজগার না থাকে, না থাকে শিল্প তাহলে মানুষ ই তো মাটি হয়ে যাবে। মা তখন কি করবেন।.. সন্তানের জন্য কান্না ছাড়া তার কাছে কিছু থাকবে না।  পশ্চিম বঙ্গ বিবেকানন্দ, সুভাষ চন্দ্রের ভূমি। . এই মাটির ছেলে রবীন্দ্রনাথ ধুলামন্দির কবিতা লিখে শ্রমের জয়গান করে গেলেন কিন্তু এখান সেই বাংলা আর বাঙালির কি অবস্থা ?

বাংলার গৌরব পুনর্স্থাপিত করতে চাই সুযোগ্য নেতৃত্ব যে স্বপ্ন দেখতে পারে এবং সে স্বপ্ন কে বাস্তবায়িত করতে পারে। নরেন্দ্র মোদির  মধ্যে সেই ক্ষমতার পরিচয় পাওয়া গিয়েছে। তাই তো আজ গুজরাট মডেলের এত চর্চা। এশিয়ার বৃহত্তম সোলার প্লান্ট লাগিয়ে মোদী দেখিয়েছেন তার ক্ষমতা। পশ্চিম বাং থেকে বিতাদিত ন্যানোর আশ্রয় গুজরাট আর গুজরাতে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহ, প্রত্যেক টা গ্রামে গঞ্জে।

 বাংলার সন্তান ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা প্রতিষ্ঠিত দল ভারতীয় জনতা পার্টি মোদী কে প্রধান মন্ত্রী রূপে চয়ন করে সার্থক কাজ করেছে। এই লোকসভা নির্বাচনে বিজেপি কে পদ্মফুলে বোতাম টিপে ভোট দিন এবং নরেন্দ্র মোদির প্রধান মন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করুন।  একটা কথা নিজের ভালোর জন্য, নিজের এবং সন্তানের ভবিষ্যতের জন্য বিজেপি কে ভোট দিন.

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট




Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Thursday, May 1, 2014

পশ্চিমবঙ্গে তৃনমূলের একমাত্র বিকল্প বিজেপি



পশ্চিমবঙ্গে তৃনমূলের একমাত্র বিকল্প বিজেপি

পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে তৃনমূল কংগ্রেস কে ভোট দিয়ে বিধান সভায় জিতিয়েছিলো। বামফ্রন্ট থেকে মুক্তি পেতে তখন সবাই হয়েছিল একজোট। কিন্তু মমতা দি তো সেই অপেক্ষা তা পূর্ন করতে পারেন নি. এইখানকার মানুষের দুর্দশা কম হয় নি. তার পারে শারদা কান্ড টা বাংলার মানুষের মন ভেঙ্গে দিয়েছে। হাজার হাজার শ্রমজীবি মানুষর জীবন ভরের সঞ্চয় চলে গেল. অভিযোগ উঠছে যে শারদার টাকায় এই লোকসভা নির্বাচন লডছে তৃনমূল কংগ্রেস।

এই অবস্থায় পশ্চিম বঙ্গের মানুষের কাছে একমাত্র বিকল্প বিজেপি। বাংলার গলি গলিতে এখান সেই চর্চা। আমি নিজে কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় সেই একই চর্চা এইবার বিজেপি কে ভোট দেব যাতে নরেন্দ্র মোদী হতে পারেন প্রধান মন্ত্রী।

আর একটা চর্চা ও সব জায়গায় শোনা যায় ..... তৃণমূল কে ভোট দিলে ও তো তারা কেন্দ্রে সরকার গঠন করতে পারবে না. মমতা দিদি বাজপায়ী সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিলেন, তারপর UPA সরকার থেকে ও তুলে নিলেন সমর্থন থার্ড ফ্রন্টে আছে বামফ্রন্ট সেই জন্য দিদি  থার্ড ফ্রন্টের সাথে ও যাবেন না. এই অবস্থায় তিনি কেন্দ্রে যাবেন একা. এই চর্চাটাই এখান সব থকে বেশি। পশ্চিম বঙ্গের লোক যথেষ্ট শিক্ষিত এবং তাদের রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলা যায় না. তাই তারা ঠিক করেছেন এইবার পশ্চিম বঙ্গে বিজেপি কেই ভোট দেবেন।

কালকের ভোটের পার এই কথাটা আর ও স্পষ্ট হয়ে গিয়েছে। ব্যাপক দুর্নীতি এবং হুমকি সত্বে ও কাল বাংলার মানুষ ব্যাপক ভাবে বিজেপি কে ভোট দিয়েছে। এইবার পশ্চিম বঙ্গে বিজেপি খুব ভালো রেসাল্ট করছে। আগামী ৭ এবং ১২ তারিখেক র্নির্বাচনে আর ও বেশি লোকে বিজেপি কে ভোট দিতে যাচ্ছে।

কোলকাতা উত্তর সিটে বাংলার বাঘ নাম বিখ্যাত এবং  বিজেপির প্রদেশ সভাপতি রাহুল সিঁহ, কলকাতা দক্ষিণ থেকে তথাগত রায়, দমদম থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন সিকদার, বারাসাত থেকে বংলার গৌরব জাদুগর পি সি সরকার, ব্যারাকপুর থেকে IPS অফিসার হান্ডার মতো নামী লোক বিজেপির পক্ষে প্রত্যাশী। আর আছেন সবার প্রিয় বাবুল সুপ্রিয় আসানসোল থেকে। অনেক নির্দলীয় প্রত্যাশীরা বিজেপির পক্ষে নাম তুলে নিচ্ছেন যেমন সুরেন্দ্র সিংহী তুললেন পি সি সরকারের পক্ষে

এই সময়ে নরেন্দ্র মোদির পক্ষে বইছে হাওয়া এবং সেই হিসেবে এই সমস্ত সিট্ জিততে পারে বিজেপি। এইবার বিজেপি সর্বাধিক আসনে বিজয়ী হবে এই কথায় কোনো সংশয় নেই

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট



allvoices