Search

Loading

Tuesday, April 22, 2014

বিকাস এবং সুশাসন ই নির্বাচনের এজেন্ডা: নরেন্দ্র মোদী


বিকাস এবং সুশাসন ই নির্বাচনের এজেন্ডা: নরেন্দ্র মোদী

পদ্ম ফুলে  ছাপ দিন, বিজেপি কে ভোট দিন  

আমি নরেন্দ্র মোদী বলছি 
নরেন্দ্র মোদী যা বলেন তার সারাঁশ হলো বিকাশ এবং সুশাসন। UPA র দুর্নীতি এবং কুশাসন থেকে গোটা ভারত বর্ষ সন্ত্রস্ত। পশ্চিম বঙ্গ ও কোনো ব্যতিক্রম নয়. বামফ্রন্ট থেকে মুক্তি পাওযার জন্য লোকে ভোট দিয়েছিল তৃনমূল কংগ্রেস কে, পরিবর্তনের আশায়। কিন্তু হলো কি ? কল কারখানা বন্ধ, চাকরি নেই.

নরেন্দ্র মোদী এবং বিজেপি ই একমাত্র আশা. কিন্তু সুশাসন এবং বিকাশের এজেন্ডা কে ভুলিয়ে দিতে চান অনেক রাজনীতিজ্ঞ। তাদের ফাঁদে অনেক বিজেপি নেতারা এবং সমর্থকেরা ও পা দিয়ে ফেলেছেন। প্রভীন তোগডিয়া এবং গিরিরাজ সিংহের মতো কিছু নেতারা দিলেন কিছু উল্টো পাল্টা বক্তব্য।

নরেন্দ্র মোদী বোঝেন এই চক্রান্ত সেই জন্য আজ কে ট্বীট করে সাবধান করলেন তাদের। বিকাস, উন্নতি, সমৃদ্ধি আর সুশাসন ই হবে এই নির্বাচনের এজেন্ডা। এই এজেন্ডার পরিবর্তন করা হবে না.

আমরা ও চাই এই এজেন্ডা এবং সেই জন্য আমরা নরেন্দ্র মোদী কে ভালোবাসি। তিনি গুজরাটে যা করে দেখিয়েছেন সেই টা করুন পশ্চিম বঙ্গে, গোটা ভারতে।  তিনি গুজরাটে এশিয়ার সবচেয়ে বড সোলার এনার্জি প্লান্ট নির্মান করেছেন, সমগ্র গুজরাতে বিদ্যুত সমস্যার সমাধান করেছেন। আমেদাবাদ এখন বিশ্বের তৃতীয় সবচেয়ে দ্রুত গতির উন্নতিশীল শহর. আর কলকাতা? আমাদের প্রিয় এবং জীবন্ত শহর কোলকাতার কি অবস্থা! সিটি অফ জয় এখান দুঃস্বপ্নের শহর. যুবকেরা বেকার, কাল কারখানা বন্ধ, চাকরি নেই.

পশ্চিমবঙ্গে কেউ ইনভেস্টমেন্ট করতে চায় না, তার কারণ বামফ্রন্ট এবং তৃনমূল কংগ্রেসের উদ্যোগ বিরোধী নীতি কিন্তু সবাই যেতে চায় গুজরাট। কারণ? নরেন্দ্র মোদী। তাই পরিবর্তন চায় বাংলার মানুষ। আমুলচুল  পরিবর্তন। পশ্চিম বঙ্গের উন্নতির জন্য এইবার ভোট দেবো বিজেপি কে. নরেন্দ্র মোদী হবেন প্রধান মন্ত্রী। বাংলার উন্নতি হবে আর আবার বিশ্ব মানচিত্রে কোলকাতা এবং পশ্চিমবঙ্গ তাদের উচিত স্থান পাবে।

সবকে দেখলাম বারবার, নরেন্দ্র মোদী এইবার 

সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট


বিজেপির রাজত্বে ৬ কোটি কংগ্রেসের রাজত্বে মাত্র ২৬ লক্ষ চাকরি


শিক্ষিত বেকার যুবক চাকরি পাবে জয়পুরে


লোকসভা নির্বাচনে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে বিজেপি


বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে


মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে


বেকার যুবকের চাকরি চাই


য়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা



Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

No comments: