Search

Loading
Showing posts with label প্রধান মন্ত্রী. Show all posts
Showing posts with label প্রধান মন্ত্রী. Show all posts

Wednesday, March 12, 2014

মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে


মমতার সভায় দিল্লিতে এখান পর্যন্ত ভীড় জোটে নি. তৃনমূল কংগ্রেস অনেক আশা নিয়ে আজ কে দিল্লিতে রামলীলা ময়দানে সভার আয়োজন করেছে। আন্না হাজারের মমতা দি কে সমর্থনের পর তৃনমূল কংগ্রেসে অনেকে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে মমতা ব্যানার্জী দেশের প্রধান মন্ত্রী হতে পারেন। কিন্তু আজ যা হচ্ছে সেটা কিন্তু তাদের এই স্বপ্নে বড কুঠারাঘাত। সভা তা ছিল দুপুর ১২ টা থেকে। ভীড় না দেখে তৃনমূলের নেতারা ঘোষনা করলেন যে দেড তা পর্যন্ত গত মাঠ ভরে যাবে। মমতা দি ও সেই হিসেবে চলে এলেন কিন্তু এখান দুপুর ২ টার বেশি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মাত্র কয়েক শো লোকের উপস্থিতি।

ভীড় না দেখা আন্না হাজারে ও আসলেন না. তার সহযোগী সুনিতা গোদারা বললেন যে আন্নার শরীর অসুস্থ। কিন্তু সবাই জানে যে তিনি দিল্লি এই সভার জন্যে ই এসেছিলেন।

তৃনমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জীর যা আধিপত্য তা শুধু পশ্চিম বঙ্গ পর্যন্ত ই সীমিত। তিনি বাংলার মুখ্যমন্ত্রী এবং সেই হিসেবে তার যথেষ্ট খ্যাতি আছে কিন্তু ভারতীয় রাজনীতিতে তার স্থান খুব সামান্য। দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে তার স্থান হাতে পারে যদি তিনি নরেন্দ্র মোদী এবং BJP র সঙ্গে যান. রাজনৈতিক কারণে কংগ্রেস বা বামদলের সঙ্গে যাওয়া তার পক্ষে সম্ভব নয়.

এই লোকসভা নির্বাচনে BJPর জয় এবং নরেন্দ্র মোদীর প্রধান মন্ত্রী পদ সুনিশ্চিত। এই সময়ে রাজনৈতিক বিচক্ষনতার পরিচয় দিয়ে মোদির সঙ্গে যাওয়া ই মমতার পক্ষে উচিত নির্ণয়। নরেন্দ্র মোদী কোলকাতায় তার ভাসানে সেই দিকে স্পষ্ট ইঙ্গিত ও করেছিলেন। কিন্তু তখন তৃনমূল সেই কথা টা গ্রাহ্য করে নি. আন্না হাজারের সাথ পেয়ে বোধ হয় অহংকার আর ও বেডে গিয়েছিল। আজকের ঘটনা তা কিন্তু চোখ খুলে দিতে পারে।

আশা করি তৃনমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জী এই রাজনৈতিক সত্য টা বুঝতে পারবেন এবং পশ্চিম বঙ্গের হিতে নির্ণয় নেবেন। সোনার বাংলায়  মমতা ব্যানার্জী, কেন্দ্রে সহযোগী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি হিসেবে মহামহিম প্রনব মুখার্জী পশ্চিম বাং এবং বাঙালির পক্ষে এর চেয়ে ভালো কিছু হাতে পারে না. আজ ও যদি মমতা দিদি  BJPর পক্ষে না দাঁড়ইয়ে মোদির বিরোধ করেন তাহলে বাংলার লোক তাকে ক্ষমা করবে না.

আমার মনে হয় মমতা দি নিজে কিন্তু বি জে পি এবং নরেন্দ্র মোদী কে পছন্দ করেন কিন্তু কোনো কারণে তিনি বিরোধ করছেন। আমি কামনা করি যে তার সংঘর্ষ ক্ষমতা, ত্যাগ এবং পশ্চিম বাংলার প্রতি ভালবাসা ভারতিয় জনতা পার্টির সঙ্গে জোট বেঁধে  বাংলার উন্নতির জন্যে ব্যবহৃত হোক.

Update at 11 PM: আজ সভায় ভীড় জোটে নি দেখে মমতা দি খুব ই খিন্ন হয়ে বললেন যে এটা তার সভা  ছিলো না, ছিলো আন্না হাজারের। তিনি আর ও বললেন যে তার সভা হলে তিনি কলকাতা থেকে ট্রেন ভরে মানুষ নিয়ে আসতেন। কিন্তু সত্য সবাই জানে। এই সভায় দিল্লিতে ভীড় জোটানো সম্ভব হয় নি. দিল্লিতে তৃনমূলের কোনো সংগঠন নেই. আন্নার ও কোনো সংগঠন নেই. ভীড় আসবে কোথায় থেকে?

এই রালি থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে মমতা দির জাদু পশ্চিম বঙ্গের বাইরে কোথাও নেই আর আন্না জির লোকপ্রিযতা ও তৃনমূল কংগ্রেস কে সমর্থন দেওবার পারে শেষ হয়ে গিয়েছে।

বেকার যুবকের চাকরি চাই


জয়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা


নরেন্দ্র মোদী আজ কি বললেন


Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Monday, March 10, 2014

নরেন্দ্র মোদী আজ কি বললেন


নরেন্দ্র মোদী আজ কি বললেন? আজ ছিলেন বিহারের পুর্নিয়ায়। পূর্ণিয়া জেলার সঙ্গে পশ্চিম বঙ্গের অনেক সম্পর্ক। আজ নরেন্দ্র মোদী সেইখানে করলেন সিনহা গর্জন। কয়েক দিন আগেই বিহারের মুখ্য মন্ত্রী এবং JDU নেতা নীতিশ কুমার মদির উপর ব্যঙ্গ করে বলেছিলেন যে যে ব্যক্তি এক দিনের জন্য সংসদে যায় নি সে কি প্রধান মন্ত্রী হবে?

মোদী আজ খুব ই সংযত ভাষায় উত্তর দিলেন। তিনি বললেন যে নীতিশের অহংকার এভারেস্ট এর চেয়ে ও উপরে উঠে গেছে। তিনি বললেন যে এই নির্বাচনে জনতা জবাব দেবে। মোদিজি বললেন যে থার্ড ফ্রন্ট সব সময়েই কংগ্রেস কে বাঁচিয়েছে। ওরা ভোটের সময়ে ঘুম থেকে জাগে এভাম তার পার আবার ঘুমিয়ে যায়. ব্যাং করে বললেন যে প্রধান মন্ত্রী পদের আশায় এই ফ্রন্টের ১২ যান নেতা তাদের পোশাক তৈয়ারী করে ফেলেছেন। প্রধান মন্ত্রী হবার লোভে নীতিশ কুমার ১৭ বছর পুরনো যত ভঙ্গ করেছেন।

মোদী বললেন যে শুধু ধর্ম নিরপেক্ষতা বললে কিছু হবে না. কাজ করতে হবে. তিনি বললেন যে গুজরাতে মুসলমান দের অবস্থা বিহার থেকে অনেক ভালো। বিহারে মুসলমান গরিব কিন্তু গুজরাতে তারা সচ্ছল। নরেন্দ্র মোদী আর ও বললেন যে বিহারে হাজার হাজার স্কুল শুধু কাগজে চলছে। বিহারে মাত্র ২% স্কুলে কম্প্যুটার আছে. গুজরাতে এই সংখ্যা ৭১% !!

অন্য এক ঘটনা ক্রমে RJD নেতা রামকৃপাল সিং যাদব BJP যোগ করার ঘোষনা করলেন। তিনি সম্ভবত পাটলিপুত্র লোকসভা সিট্ থেকে প্রার্থী হবেন। রামবিলাস পাসোআনের পরে বিহারে BJPর একটি বড় উপলব্ধি। শোনা যাচ্ছে যে নীতিশ সরকারের এক যান মন্ত্রী ও শীঘ্র BJP তে চলে আসছেন।
একটা জিনিস স্পষ্ট রূপে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদির ব্যক্তিত্ব থেকে আকর্ষিত হয়ে বিভিন্ন দলের নেতা গণ BJP তে যোগ দিচ্ছেন। এইভাবে ভারতীয় জনতা দল আর ও মজবুত হয়ে উঠছে। ইটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী ই আগামী লোকসভা নির্বাচনে প্রধান মন্ত্রী রূপে জয়ী হবেন। 

বেকার যুবকের চাকরি চাই


জয়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা



Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Saturday, March 8, 2014

সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট !!!


নরেন্দ্র মোদি 

পশ্চিম বঙ্গে এখন শুধু মোদী, মোদী  আর মোদী। আমাদের সোনার বাংলা আবার বিশ্বে সেরা স্থান পেতে চায় এবং তার জন্য চাই সশক্ত নেতৃত্ব! নরেন্দ্র মদির ভেতরে আছে সেই শক্তি, সবল নেতৃত্ব ক্ষমতা।

এক সময়ে আমাদের  পশ্চিম বঙ্গ ছিল সত্যিকারের সোনার বাংলা। শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পন্নযনে ভারতে সর্বশ্রেষ্ঠ। কিন্তু সেই বাংলার কি দুর্দশা! চিন্তা করতে পারেন?

১৯৭৭ সালে যখন কংগ্রেস কে হারিয়ে বাম ফ্রন্ট কে বাংলার লোক গদিতে বসাল তখন ছিল অনেক আশা কিন্তু ৩০ বছর রাজত্ব করার পার কি পেলাম? কল কারখানা সব বন্দ।  শিল্পে ভারতের প্রথম স্থান থেকে পশ্চিম বঙ্গ চলে গেল রসাতলে। বাংলার মানুষ পরিবর্তনের আশা নিয়ে ভোট দিল মমতা দিদি কে. কিন্তু কি হলো?

বাংলার যুবক আজ ও বেকার। চাকরি কোথায়ে? শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে  ই যাচ্ছে। কি করবে সেই যুব শক্তি?  NANO পশ্চিম বঙ্গে আসতে চাইছিল কিন্তু আসতে দেওয়া হলো না. পশ্চিম বঙ্গ থেকে তাড়ানো NANOর স্বাগত করলো মোদির গুজরাট। বাংলার যুবকের চাকরি চলে গেল গুজরাট। এর জন্যে দায়িত্ব কার? আমরা কি ভাববো?

নরেন্দ্র মোদী এক দিন বলেছিলেন যে ভারতের পশ্চিম দিক তা উন্নতি করেছে এভাম সেটা আমরা ভালো ভাবে দেখতে পারি। কিন্তু পূর্ব দিক তা থেকে গেছে অনুন্নত। মোদী পশ্চিম থেকে আসছেন পূর্বে। বাংলার উন্নতির বাহক হয়ে! আসুন সবাই মাইল তার স্বাগত করি. আগমনির গান গাই. এই বার কিন্তু ভুল করবো না. আগামী লোকসভা নির্বাচনে বি জে  পি কে ভোট দিয়ে নরেন্দ্র মোদী কে প্রধান মন্ত্রী বানাবো।

অনেকে বলে যে পশ্চিম বঙ্গে বিজেপির কোনো স্থান নেই, ,. এইখানে তৃনমূল এবং বামদলের মধ্যেই সংঘর্ষ কিন্তু আমার অভিমত যে পশ্চিম বঙ্গে এই নির্বাচনে তৃনমূলের সঙ্গে আসল লডাই বিজেপির। এইবার বিজেপি বামদলের থেকে বেশি ভোট পাবে এবং অন্তত পক্ষে পাঁচ টি আসনে জয়লাভ করবে। 

আমার মতে দার্জিলিং, আসানসোল, বারাসাত কলকাতা উত্তর, শ্রীরামপুর, কৃষ্ণনগর, দমদম, বান্কুদা ইত্যাদি স্থানে বিজেপি খুব ভালো করবে। এছাড়া ব্যারাকপুর, বন্গাঁ, হাওড়া ইত্যাদি স্থানে ও ভালো সম্ভাবনা আছে.  

বলো বলো বলো সবে, শত বীণা বেণু রবে, বাংলা আবার ভারত মাঝে শ্রেষ্ঠ আসন লবে

            সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট !!!

Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices