Search

Loading
Showing posts with label ভারতীয় জনতা পার্টি. Show all posts
Showing posts with label ভারতীয় জনতা পার্টি. Show all posts

Wednesday, May 14, 2014

এখন বিজেপি কে পশ্চিম বঙ্গে সংগঠনের কাজ করতে হবে




পশ্চিম বঙ্গে নরেন্দ্র মোদির পক্ষে প্রচন্ড হাওয়া বইছে। এই লোকসভা নির্বাচনে বিজেপি আমাদের সোনার বাংলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে।  আমাদের অনুমান যে এই বার অন্তত পক্ষে ২০% ভোট শেয়ার হবে এবং অন্তত পক্ষে ৫ টা সিটে জয়লাভ করবে। এইটা নিশ্চয় ই আনন্দের সময় কিন্তু এই সময়টা কে কাজে লাগাতে হবে. এখন বিজেপি কে সংগঠনের কাজ করতে হবে.

পশ্চিম বঙ্গে ভারতীয় জনতা পার্টির অবস্থা কখনো খুব ভালো ছিল না. রাজ্যে মাত্র দুইবার লোকসভায় একটা করে সিট্ পেয়েছিল একবার দমদমে তপন সিকদার (১৯৯৯) এবং একবার দার্জিলিঙে জসওয়ান্ত সিংহ (২০০৯). বিধান সভায় কখনো কোনো আসন বিজেপি পায় নি।  কলকাতা পৌরসভায় বিজেপির মাত্র ৩ টি সিট্!

এই বার প্রথম বার বিজেপি একা লড়ে রাজ্যে একটা গুরুত্বপূর্ন স্থান নিতে যাচ্ছে।  এই রেসাল্টের  মুখ্য শ্রেয় যায় নরেন্দ্র মোদি, তার পরিকল্পনা এবং তার ব্যক্তিত্ব কে।  এই সময় গোটা ভারত মোদির নামে, তার জয়গানে ব্যস্ত। এই সময়টা সংগঠন গড়ার পক্ষে সবচেয়ে উপযুক্ত। যদি বিজেপি রাজ্যে নিজের অবস্থা বজায় রাখতে এবং তার মধ্যে বৃদ্ধি করতে চায় এবং আগামী ২০১৬ বিধানসভা নির্বাচনে ভালো ফল লাভ করতে চায় তাহলে এখন থেকেই কাজ করতে হবে.

বামফ্রন্টের দীর্ঘ কুশাসন থেকে সন্ত্রস্ত এবং হতাশ বাংলার মানুষ কে তৃনমূল কংগ্রেস সঠিক বিকল্প দিতে পারে নি তাই আজ পশ্চিম বঙ্গের মানুষ ডা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি বিজেপি কে চাইছে।  হাতে এখান যথেস্ট সময় আছে এবং এখান থেকেই কোমর কষে লাগতে হবে. সমস্ত আলস্য এবং দ্বিধা ত্যাগ করে পার্টি কে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এই সব কাজে সংগঠন ই হলো মূলমন্ত্র।

পশ্চিম বঙ্গে বিজেপির নেতৃত্ব রাহুল সিনহা এবং অমলেন্দু দার মতো সুযোগ্য লোকের হাতে তারা নিশ্চয় ই ভারতীয় জনতা পার্টি কে ২০১৬ র জন্য তৈরি করতে পারবেন এটা আমার দৃঢ বিশ্বাস।

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


allvoices

Thursday, March 13, 2014

লোকসভা নির্বাচনে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে বিজেপি


Narendra Modi 


আগামী লোকসভা নির্বাচনে বিজেপি তাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে. এর আগে ১৯৯৯ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ১৮২ লোকসভা সিত নিয়ে তাদের শ্রেষ্ঠ প্রদর্শন করেছিল। সেই সময় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে NDA কেন্দ্রে সরকার গঠন করে. এইবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সেই সফলতার পুনরাবৃত্তি করতে চলেছে। এইবার সিত কিন্তু হবে আর ও বেশি।

NDTV চ্যানেলের একটা সার্ভে তে দেখা গেল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে NDA ৩১৮ তা সিটের মধ্যে পাচ্ছে ১৬৬. রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিসগড়, হরিয়ানা ইত্যাদি রাজ্যে প্রায় সমস্ত সিত ই পাচ্ছে BJP . বিহার, মহারাষ্ট্র এবং কর্নাটক রাজ্যে ও পার্টি সব থেকে বেসি সিট  নিচ্ছে।  কংগ্রেস নীত UPA র অবস্থা ভীসন খারাপ তারা তাদের সবচেয়ে খারাপ প্রদর্শনের দিকে এগিয়ে যাচ্ছে। থার্ড ফ্রন্টের অবস্থা ও ভালো নয়. দিল্লি তে AAP এর লোকপ্রিয়তা কম হচ্ছে।

পশ্চিম বঙ্গে মমতা এবং তামিলনাডু তে জয়ললিতা ভালো করছেন কিন্তু কেন্দ্রে সরকার গড়ার  জন্য সেটা খুব ই কম.তার উপরে তৃনমূল কংগ্রেসের কালকের দিল্লি তে Flopshow!! ওই সভা তা মমতা দির জনপ্রিয়তা কে ক করেছে।

কেরল, অন্ধ্র প্রদেশ, উডিসা, আসাম, পাঞ্জাব, হিমাচলএবং সর্বপরি উত্তর প্রদেশের সার্ভে রেসাল্ট প্রসারিত হয় নি. কালকে এই রাজ্যগুলির রেসাল্ট এলে ছবি টা আরও স্পষ্ট হবে.

দেশের যা অবস্থা তাতে সবাই পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের বাহক এবার ভারতীয় জনতা পার্টি যার নেতৃত্ব করছেন নরেন্দ্র মোদী। তিনি গুজরাটে নিজেকে প্রমাণিত করেছেন। গুজরাট আজ গত দেশের সামনে উন্নতির একটা মডেল।

বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে


মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে


বেকার যুবকের চাকরি চাই


জয়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা


নরেন্দ্র মোদী আজ কি বললেন


Thanks, Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices