Search

Loading

Saturday, March 15, 2014

বারাণসী থেকে লডবেন নরেন্দ্র মোদী


নরেন্দ্র মোদী 

বারাণসী লোকসভা আসন থেকে লডবেন নরেন্দ্র মোদী। বিজেপি আজ দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিসগড় এব  উডিসার অনেক গুলো লোকসভা সিটে তাদের প্রাত্যাসির নাম ঘোষনা করেছে। নরেন্দ্র মদির নাম নিয়ে ই ছিল খুব মাতামাতি। সবার উত্সুকতা ছিল তার সিট  নিয়ে।

নরেন্দ্র মোদী বারানসী থেকে লডছেন এইটা একটা উল্লেখযোগ্য ঘটনা। তিনি প্রথম বার গুজরাটের বাইরে এসেছেন এবং  কাশী বিশ্বনাথের নগরী কে পছন্দ করেছেন। এইখানে তার উপস্থিতি পূর্বাঞ্চল, বিহার এবং পশ্চিম বঙ্গে বিজেপির পক্ষে আবহাওয়া নির্মান করবে। বারানসী তে প্রচুর সংখ্যায় বাঙালিরা থাকে। সত্যি কথা বলতে হলে বাঙালি ছাড়া বেনারসের কল্পনা করা যায় না যেমন বেনারসী সাডী ছাড়া পশ্চিম বঙ্গে বিয়ের কথা চিন্তা করা যায় না.

শুভ দোলযাত্রা এবং হোলি 

বিজেপির প্রথম সারির নেতা ডা. মুরলি মনোহর জোশী বারানসী থেকে লোকসভা সদস্য ছিলেন। এইবার তিনি লডবেন উত্তর প্রদেশের ই কানপুর থেকে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ শুক্লা কানপুর থেকে সদস্য। রাজ্যসভায় প্রতিপক্ষের নেতা অরুন জেটলি অমৃতসর থেকে নির্বাচনে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি রাজনাথ সিং লখনউ সিট  থেকে প্রত্যাসী হবেন। অন্য উল্লেখযোগ্য নামের মধ্যে ডা হর্ষবর্ধন দিল্লির চাঁদনী চক থেকে এবং মিনাক্ষী লেখি দিল্লির অন্য সিট্ থেকে বিজেপি প্রত্যাশী হবেন।

ছত্তিসগড় এর রাজধানী রায়পুর থেকে রমেশ বিশ লডছেন। উত্তরাখন্ড থেকে পূর্ভ মুখ্যমন্ত্রী দ্বায় কশিয়ারী এবং খন্দুরী কে টিকিট দেওব হয়েছে আর শত্রুঘ্ন সিনহা পাটনা সাহিব সিট থেকে। এছাড়া উডিসা, বিহার, হরিয়ানা, ছত্তিসগড় থেকে অনেক প্রাত্যাসির নামের ঘোষনা করা হয়েছে।

নরেন্দ্র মোদির গুজরাট পশ্চিম বাং থেকে অনেক দূরে কিন্তু বেনারস অত্যন্ত  নিকটে। তিনি অনেক দূর চলেছেন আশা করি বাঙালি ভাই বোনেরা বিজেপির পক্ষে ভোট দিয়ে তাকে প্রধান মন্ত্রী পদ প্রাপ্ত করতে সাহায্য করবেন

সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট


লোকসভা নির্বাচনে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে বিজেপি


বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে



মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে



বেকার যুবকের চাকরি চাই


য়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা


নরেন্দ্র মোদী আজ কি বললেন


Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

No comments: