Search

Loading
Showing posts with label বিজেপি. Show all posts
Showing posts with label বিজেপি. Show all posts

Monday, May 13, 2019

নরেন্দ্র মোদী, বিজেপি এবং পশ্চিম বঙ্গে নির্বাচন


নরেন্দ্র মোদী, বিজেপি এবং পশ্চিম বঙ্গে নির্বাচন সম্বন্ধে ২০১৪ সালে অনেক কিছুই লিখেছিলাম। সেই সময়ে আমি ছিলাম নরেন্দ্র মোদী বিচার মঞ্চের বাংলা প্রভারী। সেই সময়ে রাজস্থান থেকে এসে ২৫ দিন ছিলাম পশ্চিম বঙ্গে এবং সংগঠন ও লোকসভা নির্বাচন সম্বন্ধে কাজ দেখছিলাম। আজ দেখলাম যে সেই লেখা গুলো আজ আর ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাই সেগুলোর একটা লিংক এইখানে দিচ্ছি, মানে হয় আপনাদের পছন্দ হবে.

অমিত শাহ সমাচার
অমিত শাহ সমাচার 

Links to Bengali articles 

BJP, Narendra Modi and Loksabha election in West Bengal.

সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট

বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে


পদ্ম ফুল বিজেপি
পদ্ম ফুল বিজেপি

লোকসভা নির্বাচনে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে বিজেপি

বারাণসী থেকে লডবেন নরেন্দ্র মোদী

শিক্ষিত বেকার যুবক চাকরি পাবে জয়পুরে

নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী

পশ্চিম বঙ্গে এই নির্বাচনে বিজেপির ভোট শেয়ার তিন গুন হলো

Thanks,
Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries-Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional.

allvoices

Sunday, May 4, 2014

বাংলার উন্নয়ন, শিক্ষা, শান্তি এবং সমৃদ্ধির জন্য চাই বিজেপি

এই বার নরেন্দ্র মোদী  সরকার 

পদ্ম ফুলে ছাপ দিন বিজেপি কে ভোট দিন 

বাংলার উন্নয়ন, শিক্ষা, শান্তি এবং সমৃদ্ধির  জন্য চাই বিজেপি

পশ্চিম বঙ্গের লোক কি চায়? শিক্ষা, স্বাস্থ্য, শিল্পোন্নযন যার  মাধ্যমে আসবে সমৃদ্ধি। অশিক্ষিত শিক্ষা পাক আর শিক্ষিত যুবক-যুবতীরা চাকরি এই হচ্ছে বাঙালির ইচ্ছা।  শিল্পোন্নযন না হলে চাকরি  কোথায় থেকে হবে? গত ৪০ বছরে পশ্চিম বঙ্গ শিল্পে ক্রমাগত পিছিয়ে গিয়েছে। উনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা ছিল ভারতে শিল্পে ১ নম্বর। হুগলি নদীর দুই পাশে ১১২ টি বিশাল চটকল কলকাতা এবং বাংলার শিল্প গৌরবের কাহিনী বলতো। তাছাড়া চিত্তরন্জনের রেল ইঞ্জিন কারখানা, টিটাগঢের কাগজের কল, মার্টিন বার্ন, হিন্দমোটর। .. কত কিছু। ......কিন্তু ধীরে ধীরে সব বন্ধ হতে লাগলো। বাম  ফ্রন্টের আমলে ধর্মঘটের ধাক্কায় অনেক কিছুই বন্ধ হলো, শিল্পের পলায়ন শুরু হয়েছিল সত্তরের দশক থেকেই। এখান শিল্পে

মানুষের বেশ আশা ছিল তৃনমূল থেকে এবং তাই মমতা দি জিতলেন ২০১১ বিধানসভা নির্বাচন। কিন্তু তার নীতি তো শিল্পের প্রতি আর ও প্রতিগামী। তার রাজনৈতিক জয়যাত্রা শুরু হয় সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকে। ন্যানো (টাটা) কে তাডিয়ে দেওয়া হলো. টাটা শিল্প ক্ষেত্রে ভারতে সবচেয়ে বড নাম তাকে তাডিয়ে দেওয়ায় শিল্প জগতে একটা নেগেটিব সন্দেশ গেল. বন্ধ হলো নতুন শিল্পের আগমন। সেই জের তা এখান ও চলছে। কল কারখানার মালিকেরা যেতে চান গুজরাট কিম্বা রাজস্থান অথবা ছত্তিশগড্। এই সব স্থানেই বিজেপির রজত্ব।

মমতা দিদি বলেন মা মাটি মানুষ। .. কিন্তু যদি রোজগার না থাকে, না থাকে শিল্প তাহলে মানুষ ই তো মাটি হয়ে যাবে। মা তখন কি করবেন।.. সন্তানের জন্য কান্না ছাড়া তার কাছে কিছু থাকবে না।  পশ্চিম বঙ্গ বিবেকানন্দ, সুভাষ চন্দ্রের ভূমি। . এই মাটির ছেলে রবীন্দ্রনাথ ধুলামন্দির কবিতা লিখে শ্রমের জয়গান করে গেলেন কিন্তু এখান সেই বাংলা আর বাঙালির কি অবস্থা ?

বাংলার গৌরব পুনর্স্থাপিত করতে চাই সুযোগ্য নেতৃত্ব যে স্বপ্ন দেখতে পারে এবং সে স্বপ্ন কে বাস্তবায়িত করতে পারে। নরেন্দ্র মোদির  মধ্যে সেই ক্ষমতার পরিচয় পাওয়া গিয়েছে। তাই তো আজ গুজরাট মডেলের এত চর্চা। এশিয়ার বৃহত্তম সোলার প্লান্ট লাগিয়ে মোদী দেখিয়েছেন তার ক্ষমতা। পশ্চিম বাং থেকে বিতাদিত ন্যানোর আশ্রয় গুজরাট আর গুজরাতে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহ, প্রত্যেক টা গ্রামে গঞ্জে।

 বাংলার সন্তান ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা প্রতিষ্ঠিত দল ভারতীয় জনতা পার্টি মোদী কে প্রধান মন্ত্রী রূপে চয়ন করে সার্থক কাজ করেছে। এই লোকসভা নির্বাচনে বিজেপি কে পদ্মফুলে বোতাম টিপে ভোট দিন এবং নরেন্দ্র মোদির প্রধান মন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করুন।  একটা কথা নিজের ভালোর জন্য, নিজের এবং সন্তানের ভবিষ্যতের জন্য বিজেপি কে ভোট দিন.

জ্যোতি কোঠারী 
নরেন্দ্র মোদী বিচার মন্চ,
প্রভারী, পশ্চিম বঙ্গ

First time in India


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট




Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Saturday, April 5, 2014

শ্যামাপ্রসাদ মুখার্জী কে ভুলবে না বঙ্গবাসী


শ্যামাপ্রসাদ মুখার্জী কে ভুলবে না বঙ্গবাসী। বাংলার বাঘ সার আশুতোষ মুখার্জীর পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জী। পিতার মতই অদ্ভুত দেশপ্রেম। পিতা ছিলেন স্বাধীনতা সেনানী আর শ্যামাপ্রসাদ স্বাধীনতার পার দেশে ব্যাপ্ত রাজনৈতিক অনাচার দূর করতে জুট গেলেন। ১৯৫২, ভারতের প্রথম লোকসভা নির্বাচনে তার দ্বারা স্থাপিত পার্টি জনসংঘ পেল ৩ সিট. জনসংঘ তখন নতুন পার্টি, লোকে প্রায় নাম শোনে নি. কিন্তু নেহেরু সমগ্র দেশে জনসংঘ এর বিপক্ষে প্রচার করেছিলেন। নির্বাচনের পরে জওহার লাল নেহেরু কে চিঠি লিখে ধন্যবাদ জানালেন মুখার্জী। লিখলেন এই নতুন পার্টি কে দেশে কেউ জানত না আপনি জানিয়ে দিলেন।

জনসংঘ পেয়েছিল মাত্র ৩ টি সিট্ কিন্তু শ্যামাপ্রসাদ বাবুর সংগঠন ক্ষমতা ছিল অদ্ভুত। তিনি বিপক্ষের আর ও অনেক পার্টি যেমন হিন্দু মহাসভা কে মিলিয়ে জোট তৈরি করেছিলেন এবং সেই জোটের নেতৃত্ব করেন। প্রথম লোকসভায় বিপক্ষের নেতা হয়েছিলেন এক জন বাঙালি তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জী।

নেহরুর কাশ্মির নীতির বিরোধী ছিলেন শ্যামাপ্রসাদ, বিরোধ ছিলো ধারা ৩৭০ নিয়ে। এক রাষ্ট্রে দুই নিয়ম তিনি মানেন নি. সেই সময়ে কাশ্মির যেতে হলে পারমিট নিতে হোত যেমন অন্য দেশের জন্য ভিসার প্রয়োজন হয়. তিনি সেই আইন মানেন নি পারমিট ছাড়া ই ঢুকলেন কাশ্মিরে।তদানিন্তন তথাকথিত কাশ্মীরের প্রধান মন্ত্রী শেখ আবদুল্লা তাকে গ্রেফতার করেন। সেইখানেই তার মৃত্যু হয়েছিল।  শহিদ হয়েছিলেন তিনি। তার সেই বলিদান কি ভুলে যাবে বঙ্গবাসী?

সেই শ্যামাপ্রাসাদের পার্টি জনসংঘ ই আজকের বিজেপি। অটল বিহারী বাজপায়ী নিজের ভাষনে হরদম তার নাম নিতেন। আজ কি বঙ্গবাসী তার নেতাকে ভুলে যাবে? ভুলবে না. কখনো ভুলবে না.

এইবার বাংলার লোক ভোট দেবে বিজেপি কে. শ্যামাপ্রসাদ মুখার্জী বেশি আগে যেতে পারেন নি তার স্বপ্ন পুরো হয় নি এখনো। সেই স্বপ্ন পুরো করতে বিজেপি কে ভোট দেবে বঙ্গবাসী  নরেন্দ্র মোদী হবেন প্রধান মন্ত্রী

সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট


বিজেপির রাজত্বে ৬ কোটি কংগ্রেসের রাজত্বে মাত্র ২৬ লক্ষ চাকরি


শিক্ষিত বেকার যুবক চাকরি পাবে জয়পুরে


লোকসভা নির্বাচনে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে বিজেপি


বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে



মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে



বেকার যুবকের চাকরি চাই


য়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা


নরেন্দ্র মোদী আজ কি বললেন


Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

Tuesday, March 25, 2014

বিজেপির রাজত্বে ৬ কোটি কংগ্রেসের রাজত্বে মাত্র ২৬ লক্ষ চাকরি



ভারতের প্লানিং কমিসনের এক রিপোর্টের অনুসারে বিজেপির রাজত্বে (১৯৯-২০০৪) ৬ কোটি নতুন চাকরির সৃষ্টি হয়েছিল। কিন্তু কংগ্রেসের রাজত্বে (২০০৪-২০০৯) মাত্র ২৭ লক্ষ এবং ২০০৯-২০১৪ ২৬ লক্ষ চাকরির সৃষ্টি হয়েছে। রোজগার সৃজনের দৃষ্টির তুলনা করলে পাঁচ বছরে কংগ্রেসের অপেক্ষায় বিজেপি ২৫ গুন কাজ করেছে। ভোট দেবার সময় এই কথা টা কিন্তু মনে রাখবেন।

আমরা জানি যে ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধান মন্ত্রী ছিলেন এবং বিজেপির নেতৃত্বে NDA কেন্দ্রে সরকার গঠন করে. এই অল্প সময়ের মধ্যে দেশে বিকাশের প্রচুর কাজ হয়েছিল এবং কোটি কোটি রোজগার সৃজিত হয়. এই সময় তা ছিল ভারতের স্বর্ন যুগ. অটল বিহারী বাজপেয়ী নিজের কার্যকালে ভারত ব্যাপী রাজমার্গ নির্মানের সূত্রপাত করেন যার ফলে আজ গোটা দেশে ভালো রাস্তার জাল তৈরি হয়েছে। Golden Quadrilateral নাম বিখ্যাত এই যোজনা দেশের উন্নতির দিকে এক বিরাট পদক্ষেপ।

NDA নীত কেন্দ্র সরকার এর ইচ্ছে ছিল ভারতের নদী গুলো কে পরস্পর যোগ করা. এই বিরাট উদ্দেশ্য সফল হলে দেশ বন্যা এবং খরা থেকে সর্বদার জন্য মুক্তি পেয়ে যেত. কিন্তু দুর্ভাগ্যবশে ২০০৪ এর নির্বাচনে বিজয়ী হলো কংগ্রেস নীত UPA. ২০০৯ এর নির্বাচনে তারা আরও বেশি সাফল্য অর্জিত করে কিন্তু নদী যোগ করার কথা পুরোপুরি ভাবে ভুলে যায়।  এই উদ্দেশ্য তা পুরো করলে কোটি কোটি নতুন রোজগার সৃজিত হোত এবং গোটা ভারত বর্ষ থেকে বেকারী দুর হয়ে যেত.

অটল বিহারী বাজপেয়ীর উত্তরসুরী হয়ে এইবার এসেছেন নরেন্দ্র মোদী যার মধ্যে আছে বাজপেয়ীর মতোই দীর্ঘ দৃষ্টি, দক্ষতা এবং কার্যক্ষমতা। আমরা জানি যে নরেন্দ্র মোদী প্রধাম মন্ত্রী হলে এই ধরনের আরও অনেক কাজ হবে, দেশে নতুন আশার সঞ্চার হচ্ছে!!  প্রভুত রোজগার, চাকরি এবং সম্মানজনক জীবনের জন্য দেশবাসীর সঙ্গে পশ্চিম বঙ্গের লোক ও বিজেপি এবং নরেন্দ্র মোদির দিকে তাকাচ্ছে। এই বার BJP কে ভোট দিন এবং পশ্চিম বাং থেকে বেকারত্ব ঘুচান।

শিক্ষিত বেকার যুবক চাকরি পাবে জয়পুরে


সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট


লোকসভা নির্বাচনে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের পথে বিজেপি


বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে


মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে


বেকার যুবকের চাকরি চাই


য়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা


নরেন্দ্র মোদী আজ কি বললেন


Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices